ফরিদপুরে দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছর পূর্তি পালিত
বিশেষ প্রতিনিধি- ফরিদপুরে দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে।
১লা ফেব্রুয়ারি রাতে এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে কেক কাটা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপন, সিনিয়র সাংবাদিক এস এম তমিজউদ্দিন তাজ, বাংলাদেশ বেতারের ফরিদপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মনি, ফরিদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আসাদুল হক আসাদ, যমুনা টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম জাহিদ, ক্রীড়া সম্পাদক মানিক কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে যুগান্তর পত্রিকার সফলতা কামনা করা হয় পত্রিকাটির যেন আরো ভালো করতে পারে সেটাই প্রত্যাশা করা হয়।