• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং
চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে চিনির বাজারে অভিযান, জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে চিনির বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা সদরের লক্ষ্মীদাসের বাজারে চিনির পাইকারি গোডাউনে এ অভিযান চালানো হয়।

এসময় ওই বাজারে চিনির অতিরিক্ত দাম রাখা, চিনিসহ নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা এবং পাকা ক্রয় রশিদ না থাকার অপরাধে মেসার্স মহানন্দ স্টোরকে ৫০০০ টাকা, মেসার্স আনন্দ স্টোরকে ৪০০০ টাকা, মেসার্স বিষ্ণু স্টোরকে ২০০০ টাকা এবং কৃষ্ণ সাহা স্টোরকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও চিনির মজুদ পরিস্থিতি ভালো থাকায় সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

ফরিদপুরের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্ব অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ বাজার ব্যবসায়ীর নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।