• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

ইউএনও’র হস্তক্ষেপে

চরভদ্রাসনের অবরুদ্ধ সেই রাস্তাটি অবশেষে উন্মুক্ত হলো

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে জেলখানা সড়কের পাশে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের ফসলী মাঠের মধ্যে দিয়ে জন চলাচলের সেই সরকারি কাচা রাস্তাটি অবশেষে বৃহস্পতিবার ইউএনও’র হস্তক্ষেপে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রাম ও বিএস ডাঙ্গী গ্রামের সংযোগকারী কাচা রাস্তা দিয়ে আবার যানবাহন চলাচল চালু হয়েছে। কিছুদিন আগে উক্ত রাস্তা জুড়ে এক বসতি পরিবার টিনের বেড়া দিয়ে আটকিয়ে বাড়ীর প্রাচীর নির্মান করেছিল। ফলে প্রায় একমাস কাল ধরে রাস্তাটি দিয়ে যানচলাচল বন্ধ ছিল। অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার বেড়াটি সরিয়ে নিয়েছেন বাড়ীর মালিক।

জানা যায়, উপজেলা সদরে বালিয়া ডাঙ্গী গ্রাম ও বিএস ডাঙ্গী গ্রামের সংযোগকারী কাচা রাস্তা দিয়ে দুই গ্রামবাসী দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছেন। গত কয়েক বছরে উক্ত রাস্তাটি উন্নয়নে সরকারিভাবে প্রায় দশ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্ত কিছুদিন আগে রাস্তার পাশের এক বসতি জনৈক মোশারফ হোসেন মাষ্টার রাস্তা জুড়ে টিনের বেড়া দিয়ে বাড়ীর প্রাচীর নির্মান করেন। এতে জনচলাচলের একমাত্র গ্রাম্য রাস্তা দিয়ে যাবতীয় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ পেশ করেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, “জনস্বার্থে রাস্তার দু’পাশের জমি মালিকদের ডেকে এনে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন উক্ত রাস্তা দিয়ে জনগণ ও যান চলাচল সুগোম হয়েছে”।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।