• ঢাকা
  • রবিবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কবির হোসেন,,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে পরিবহন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ারেশ-উর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খোশবুর রহমান খোকন।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. আজিজ প্রমুখ। পরে নেতৃবৃন্দ কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ১ জানুয়ারি ২০২৫

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।