• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ভাঙ্গা বাজারে ৫ ঘন্টার ব্যবধানে দুই স্থানে লাগা আগুনে ১০ দোকানঘর ভস্মীভূত

মোঃ রমজান শিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-২/৭/২২
ফরিদপুরের ভাঙ্গা বাজারে ৫ ঘন্টা ব্যবধানে মাত্র ২০ গজ দূরত্বে দুই স্থানে লাগা আগুনে ১০টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। ভাংগা বাজারের প্রবেশদ্বার ঈদগাহ মোড়ে প্রথম দফায় আগুন লাগে শুক্রবার দিবাগত গভীর রাত ১টায়। দ্বিতীয় দফায় আগুন শনিবার ভোর ৫টায় মাত্র ২০ গজ দূরত্বে একই স্থানে আগুন লাগে। আগুনে ১০ টি ঘর মালামাল সহ ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকা দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনের খবর পেয়ে ভাঙ্গা ও সদরপুরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আইনে। ভাঙ্গা ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ জাফর হোসেন জানায়, শুক্রবার দিবাগত গভীর রাত ১টায় ভাঙ্গা বাজারের ঈদগাড় মোড়ে প্রথম আগুনের সূত্রপাত হয়। আমরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে শনিবার ভোর ৫টায় প্রথম আগুন লাগার সামনের গলি ভাঙ্গা বাজারে প্রবেশদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভাঙ্গা ও সদরপুর স্টেশনের কর্মীরা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । আগুনে ফলের দোকান, মিষ্টির দোকান, ইলেকট্রিক দোকান বীজভাণ্ডার মুদি দোকান, খাবারের হোটেল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।