শফিকুল খান জনিঃ
সড়ক পথের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে ফরিদপুরের রেলপথে যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন বাড়ছে রেলের যাত্রী সংখ্যা। সড়ক পথের চেয়ে রেল পথ বেশি নিরাপদ হওয়ায়, বেশিরভাগ যাত্রীরা সড়ক পথে চলাচল করার চেয়ে রেল পথে চলাচল করতে বেশি পছন্দ করছেন। এছাড়া, রেল পথে চলাচলে ভাড়া খুবই কম হওয়ায় স্বল্প আয়ের মানুষ রেল পথে চলাচল করছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা রেল স্টেশন থেকে ভাঙ্গায় যাওয়ার সময়, রেলগাড়ীর মধ্যে কথা হয় বিশিষ্ট সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা, জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক কাজী আবদুস সোবহানের সঙ্গে।
তিনি বলেন, রেল ভ্রমণ খুবই নিরাপদ হওয়ায়, আমি বেশিরভাগ সময়ে রেলগাড়ীর যাত্রী হয়ে চলাচল করি। রেলগাড়ীর ভাড়া খুবই কম হওয়ায়, অনেকেই রেল পথে চলাচল করছে। রেল পথে চলাচলে সময় ও অর্থ দুটোই বাঁচে। এজন্য ধনী গরিব সবার কাছেই জনপ্রিয় হচ্ছে রেলপথ।
তালমা স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম বলেন, রেলপথে চলাচল করে খুবই কম খরচে দেশের বিভিন্ন স্থানে সহজে এবং নিরাপদে যাওয়া যায়। এছাড়া, রেলপথে যাত্রী বেশি হওয়ায়, সরকারের আয় বৃদ্ধি পাচ্ছে।