• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
রাজনৈতিক যেকোনো কর্মসূচি পালনে এখন আর কোন বাঁধা নেই—–খোশবুর রহমান খোকন

কবির হোসেন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেছেন,আওয়ামী লীগ সরকার বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ঘরছাড়া, এমনকি দেশ ছাড়া করেছিল। দেশের বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছিল। যাদের আজও কোনো হদিস পাওয়া যায়নি। এই প্রতিকূল অবস্থার মধ্যে বৃহৎ আকারে না হলেও ভিন্ন কৌশলে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করা সম্ভব হয়নি। এখন এ শাসনের অবসান হয়েছে। মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। রাজনৈতিক যেকোনো কর্মসূচি পালনে এখন আর কোন বাঁধা নেই, বিধায় দলের তৃণমূল পর্য়ায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই নানা কর্মসূচি পালন করা হচ্ছে। শুক্রবার (১ নভেম্বর ২৪)সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
ফরিদপুর -১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মো. সাহাবুদ্দীন আহমেদ নিউটন মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ সিকদার প্রমুখসহ অনেকে।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেনের সঞ্চলালায় অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ূম শিকদার,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেনসহ নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।