• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
করোনায় অধিকতর কার্যকরী রেমডেসিভির’ অনুমোদন যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাসের ওষুধ হিসেবে রেমডেসিভি প্রয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শুক্রবার (১ মে) অনুমোদন দেয়। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে এটাই প্রথম ওষুধ যা এইরোগে আক্রান্ত রোগীদের ওপর কার্যকর ভূমিকা রাখতে পেরেছে।

এফডিএ জানায়, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে- গিলিয়াড সায়েন্সের এই রেমডেসিভির ওষুধ প্রয়োগের ফলে ৩১ শতাংশ রোগী চারদিনের মধ্যে সুস্থতা লাভ করে।

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, রেমডেসিভির প্রয়োগে ফলে কোভিড-১৯ আক্রান্ত রোগী ১১ দিন থেকে ১৫ দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই ওষুধ মৃত্যুর সংখ্যা কমাতে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ৩০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছে প্রায় ৬৫ হাজার ৫৪০ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।