মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে সময়ের আলো ও আমাদের কন্ঠ পত্রিকার জন্মদিন পালিত হয়েছে।
এরমধ্য আমাদের কন্ঠ ১৫ বছরে এবং সময়ের আলো ৩ বছরে পদার্পণ করায় উভয় পত্রিকার জন্মদিন পালন করা হয় । আজ সকালে
শহরের পূর্ব খাবাশপুর এ মহাকালী পাঠশালা এর মোড়ে অবস্থিত ওয়েসিস বেকারিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান জাহিদ রিপন, এটিএন বাংলা ফরিদপুরের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, এসএ টিভির জেলা প্রতিনিধি সুজাউজজামান জুয়েল , দৈনিক বাংলার আকাশের সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ, নিউজ টুয়েন্টিফোর এর ফরিদপুর জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সোহাগ, দৈনিক নাগরিক বার্তা স্টাফ রিপোর্টার ও ঊষার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্র, গণকণ্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি রবিউল হোসেন রাজিব, নাগরিক বার্তা পত্রিকার ক্রীড়া প্রতিনিধি মানিক কুমার দাস, জিল্লুর রহমান রাসেলসহ প্রমুখ।
অনুষ্ঠানে সময়ের আলো ফরিদপুর জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সোহাগ এবং আমাদের কন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি রিফাত ইসলামকে কেক কেটে মিষ্টিমুখ করান প্রধান অতিথি ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা।এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ পত্রিকা দুটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।