মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু’র আকস্মিক মৃত্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।
উল্লেখ্য ২৮ অক্টোবর করোনাভাইরাস, ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু মৃত্যু বরণ করেন।