ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন
নানা আয়োজনে ফরিদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসিম উদ্দীন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও যুগ্মসচীব মোস্তফা ফারুকের সভাপতিত্বে স্’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমূখ বক্তব্য রাখেন।
পরে নতুন ভোটারদের মধ্যে জাজীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।