• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
হেলিকপ্টারে বাচ্চা প্রসব করলেন করোনা আক্রান্ত নারী

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে জনাকীর্ণ হোল্ডিং থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আকাশেই সন্তানের জন্ম দিয়েছেন অভিবাসী প্রত্যাশী গর্ভবতী এক নারী।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অভিবাসীদের একটি হোল্ডিংয়ে আলাদা করে রাখা হয়েছিল তাকে। কিন্তু ওই হোল্ডিংয়ে ধারণ ক্ষমতার চেয়ে দশগুণ বেশি মানুষের বাস।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবস্থা দেখে হেলিকপ্টারে দেড় ঘণ্টার দূরের পাশ্ববর্তী সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতালে গর্ভবতী ওই নারীকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। নিয়ে যাওয়ার সময় মাঝ পথেই সন্তান প্রসব করেন তিনি।

ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পালেরমোর হাসপাতালে সন্তানসহ চিকিৎসা চলছে তার।

এদিকে, ৩৫৩ জন অভিবাসী প্রত্যাসী নিয়ে সিসিলি দ্বীপের কাছে যে নৌকাটি কয়েকদিন ধরে ভাসছিল সেটিকে উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো জয়েছে।

ইতালি সরকার থেকে জানানো হয়েছে চলতি বছরে দেশটিতে অভিবাসী আগমনের চাপ অনেক বেড়ে গেছে। ২৭ জন অভিবাসন প্রত্যাসীদের বহনকারী আরেকটি নৌকা থেকে জরুরি সাহায্য চাওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।