চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন জুন, ২০২৪ খ্রি. সম্পন্ন হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের আওতায় এ বছর উপজেলায় প্রায় সাড়ে এগার হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কেন্দ্রে শনিবার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিেেব উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। এ সময় অন্যান্যর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের আওতায় উপজেলার প্রতি ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতি শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন সফল করতে এ বছর উপজেলায় মোট ৯৭ টি কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে ২৪টি করে উপজেলার ৪টি ইউনিয়নে ৯৬টি কেন্দ্র সহ স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র নিয়ে মোট ৯৭টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন এ প্লাস খাইয়ে দেন। এ কর্মসূচীটি সফল করতে উপজেলায় ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৪৮ জন সুপারভাইজার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করে প্রায় সাড়ে এগার হাজার শিশুর মধ্যে ভিটামিন এ প্লাস দেওয়া হয়েছে বলে জানা যায়।
#
মো. মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-০১/৬/২০২৪ খ্রিঃ