• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান স্মরণ উৎসব

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরে বাউল সম্রাট, মহাত্মা সাধক ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান স্মরণ উৎসব’২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আদিভাব লালন চর্চা কেন্দ্রের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) রাতে ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা আখড়া বাড়িতে এই তিরোধান স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়।লালন সাইজির স্মরণে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার মধ্যে দিয়ে স্মরণ উৎসব শুরু হয়।এর পর আত্মদর্শন ও মানবপ্রেম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতভর লালনের ভাববাণী পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পিগন।
আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল রূপক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণ উৎসব এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন।বিশেষ অতিথি ছিলেন বাউল গুরু পাগলা বাবলু খান।এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট,ফরিদপুরের সভাপতি শাহাদত হোসেন তিতু, সাধারন সম্পাদক কবি জাহিদুল ইসলাম, বিশিষ্ট সাধক নিজাম উদ্দিন শাই, ডা: গোপাল চন্দ্র রায়, আদি ভাব লালন চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক বাউল নারায়ন মন্ডল সহবিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ উৎসবে লালনের ভাব সংগীত পরিবেশন করেন, বাউল গুরু পাগলা বাবলু খান, ফকির নিজাম উদ্দিন শাই ডলার, জয়নুদ্দিন বয়াতী, বাউল মহিনী সরকার, ফকির ইমান খান, বাউল বিভুতি ভুষন সরকার, বাউল নারায়ন মন্ডল, বাউল জয়চাঁদ সাধু , বাউল রাজু ফকির, যতীন সাধু, নিরোধ রায়, বাউল মিলন দাস,বাউল আমিরুল ইসলাম,সমীর সাহা,বিকাশ,নবকর্মকারসহ আরো অনেকে।
শেষে সাধু সেবার আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।