মাহবুব পিয়াল,ফরিদপুর :
বাউল সম্রাট, মহাত্মা সাধক ফকির লালন সাঁইজির স্মরণে ও আদী ভাব লালন চর্চা কেন্দ্র,ফরিদপুরের ১১ তম প্রতিষ্টা বাষির্কী উপলক্ষে দুইদিন ব্যাপী লালন স্মরণ উৎসব’২০২৪ শুক্রবার রাতে শেষ হয়েছে।
ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা আদিভাব লালন চর্চা কেন্দ্রের আখড়া বাড়িতে দুইদিন ব্যাপী অনুষ্টিত লালন স্মরণ উৎসবে শতাধিক লালন সংগীত শিল্পী অংশ নেন। এর আগে বৃহস্পতিবার রাতে লালন সাইজির স্মরণে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার মধ্যে দিয়ে উৎসব শুরু হয়।এর পর আত্মদর্শন ও মানবপ্রেম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতভর লালনের ভাববাণী পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পিগন।
আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল রূপক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব এর উদ্বোধন করেন আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রধান উপদেষ্টা ও পৌর কাউন্সিলর ইকবাল হোসেন ফয়সাল । উৎসবের আলোচনায় অংশ নেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট,ফরিদপুরের সাধারন সম্পাদক সিরাজ-ই কবীর খোকন, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, ফরিদপুর লালন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি পাগলা বাবলু খান ও আদি ভাব লালন চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক বাউল নারায়ন মন্ডল।
দুইদিন ব্যাপী লালন স্মরণ উৎসবে লালন সংগীত পরিবেশন করেন প্রখ্যাত লালন সংগীত শিল্পী পাগলা বাবলু খান। বিশিষ্ট সাধক ফকির নিজাম উদ্দিন সাঁই ডলার, বাউল মহিনী সরকার, বাউল অনিমা বারুই, বাউল অমিয়, বাউল ফকির ইমান খান, বাউল বিভুতি ভুষন সরকার, বাউল নারায়ন মন্ডল, বাউল জয়চাঁদ সাধু , বাউল রাজু ফকির, বাউল সেকেন্দার, আবুল খায়ের বাউল, বাউল সমির সাহা,বাউল নিরোদ রায়, বাউল সুভাষ বিশ্বাস,বাউল বাদশা, বাউল ফকীর জাহাঙ্গির সাধু,শিমু শিল্পী রিমা সাধুকিসহ আরো অনেকে।
দুইদিন ব্যাপী লালন স্মরণ উৎসব শেষে বাল্য সেবা ও পুন: সাধু সেবার আয়োজন করা হয়।