করোনা ভাইরাস ও মাহে রমজান উপলক্ষে নওগাঁর ধামইরহাটে অসহায়, দুস্থ্য ও কর্মহীন পরিবারের মাঝে উপহার সরুপ খাদ্য সামগ্রী দিয়েছেন ধামইরহাট উপজেলা প্রেসক্লাব।
শনিবার সকালে ১০টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে ৭০টি এলাকায় অসহায় পরিবারে গরীর দুঃখী ও নিন্ম মধ্য আয়ের মানুষদের এ উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা খাতুন, প্রধান শিক্ষক মাসিদুর রহমান স্বপন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাধারন সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহ হেল বাকী, ইমতিয়াজ, রাসেল, জাহিদ হাসান প্রমুখ।
এ সময় উপজেলা সাংবাদিক এম এ মালেক বলেন, সমাজের যার যার অবস্থান থেকে যতটুকো সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকার আহবান জানান