• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
পদ্মাসেতুতে সড়ক ও রেলপথ একযোগে উদ্ধোধন হবে-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ছবিতে: মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ভাঙ্গায় অবস্হিত রেল লাইনের স্লিপার উৎপাদন কারী কারখানা ঘুরে দেখেন)

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মাসেতু দিয়ে একযোগে সড়ক ও রেলপথ উদ্ধোধন হবে। আমরা আশা করছি এবং প্রকল্প সংশ্লিষ্টদের কাছে জানিয়েছি পদ্মাসেতু উদ্ধোধনের শুরুটা যেন সড়ক পথের পাশাপাশি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে। ইতিমধ্যেই পদ্মাসেতুতে সড়ক পথের পাশাপাশি রেলপথের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাছাড়া ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইনের কাজ ইতিমধ্যে অনেকাংশেই হয়ে গেছে।

বুধবার সকালে ভাঙ্গায় অবস্হিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন পরিদর্শন কালে মাননীয় রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ১৬৮ কি.মি. রেল লাইনের স্লিপার এই চায়না কোম্পানী হতেই তৈরী হবে।

প্রায় ঘন্টাখানেক স্লিপার কোম্পানীর বিভিন্ন স্হান পরিদর্শন করে রেলমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

সিআরইসি’র প্রকল্প পরিচালক ওয়াং কুন এসময় মাননীয় রেলমন্ত্রী ও আগত অতিথিদের জানায়, স্লিপার লেইং সেটিতে বর্তমানে দুইশত স্হানীয় কর্মী কাজ করছেন। যারা সিআরইসি’র সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছে থেকে পেশাদার প্রশিক্ষন লাভ করেছেন। চলতি বছরের ২২ আগষ্ট থেকে ফ্যাক্টরিটি ছোট পরিসরে উৎপাদন শুরু করে। একখ পর্যন্ত ফ্যাক্টরিটি খুব ভালোভাবে তাদের কর্যক্রম পরিচালনা করছে।

সিআরইসি’র তত্ত্বাবধানে নিমার্নাধীন বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ম্যানুফ্যাকচারিং কারখানা মন্ত্রীর পরিদর্শন কালে আরো উপস্হিত ছিলেন, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপি প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, সিআরইসি’র প্রকল্প পরিচালক ওয়াং কুন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, রেলওয়ের পশ্চিম পুলিশ সুপার, ভাঙ্গা উপজেলা নিবাহর্ী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল আমিন মিয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।