ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার আড়িয়াল খা নদের পাশের সরকারি রাস্তা থেকে ৪টি মেহগনি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী মহল। গত কয়েকদিনে গোপনে গাছ ৪টি কেটে নিয়ে মোটা অংকের টাকা বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। গাছগুলো কাটার পর কৌশলে তা আবার মাটি ও লতাপাতা দিয়ে গাছের গুড়ি ঢেকে দেয় ঐ মহলটি। বিষয়টি এলাকাবাসির মধ্যে জানাজালি হলে তারা উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ে সংবাদ দেয়। বন কর্মকর্তার কর্যালয় থেকে বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শন সহ আইনানুগ ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেয়।
জানা গেছে, সৈয়দ কিবরিয়া বাড়ী জামে মসজিদের রাস্তায় একাধিক মোটা মেহগনি গাছ রয়েছে। সেখান থেকে উক্ত এলাকার এলেম সর্দারের ছেলে ওয়াদুদ সর্দার গোপনে গাছগুলি কেটে বিক্রি করে দেয়। এলাকাবাসি প্রথমে ভয়ে মুখ না খুললেও পরবর্তীতে বিষয়টি সকলের মধ্যে সমালোচনার শুরু হয়।
এব্যাপারে অভিযুক্ত ওয়াদুদ সর্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটা পুর্বে আমাদের ছিল তাই গাছগুলে আমি কেটেছি। সেই সাথে আমি উপজেলা বন বিভাগকে বিষয়টি জানিয়ে এবং উপজেলা প্রশাসনের জনৈক ব্যক্তির পরামর্শেই গাছ কেটেছি।