ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানে সকল মসজিদের মক্তব চালু রাখতে ইমামগণের সাথে মত বিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান।
শনিবার সকাল ১০ টায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়নের ৬৭ টি মসজিদের ইমামদের নিয়ে ইউপি চেয়ারম্যান সহীদুল ইসলাম মজনুর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঈশান ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম ইউসুফ আলী।
সভায় আরো বক্তব্য প্রদান করেন কোতয়ালী থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার রুমি, মাওলানা জালাল উদ্দিন,হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামপুর মাদ্রাসার মোহতামিম
মাওলানা বোরহান উদ্দিন, মুফতি ইব্রাহীম প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ইশান গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ, ঈশান ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য আঃ মান্নান মন্ডল প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন ঈশান গোপালপুুর বাইতুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আরিফুল ইসলাম।