ফরিদপুর প্রতিনিধি ঃ
“এমন বিশ্ব গড়ি,অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তির প্রতিভা
বিকশিত করি” এই প্রতিপাদ্য ফরিদপুরে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।
দিবস টি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর শনিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা। কম্পিউটার
কাউন্সিলের আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহমেদ।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের
কাযার্লয় হতে একটি র্যালী বের করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার এস. এম. সুজাউদ্দিন রাশেদ ।