• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বঙ্গবন্ধুই অধিকার আদায়ে এদেশ বাসীকে উজ্জীবিত করেন- অতুল সরকার

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, আমরা অধিকার আদায়ে খুব বেশি তৎপর নই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীদের অধিকার আদায়ে প্রথম কাজ শুরু করেন। তিনিই বাঙ্গালীদের প্রথম সজাগ করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুই অধিকার আদায়ে এদেশবাসীকে উজ্জীবিত করেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের কাজ, আমাদেরই করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য নেতৃত্বে এদেশ এখনো অর্থনৈতিকভাবে শক্তিশালী। এটা আমাদের কাজ করে ধরে রাখতে হবে। জনাব অতুল সরকার বলেন, বাংলাদেশ যে অদম্য গতিতে চলছে, আমাদের যারযার উপর যেটুকু দায়িত্ব আছে, সেটুকু পালন করতে পারলেই দেশটা এগেয়ে যাবে। তিনি আজ শুক্রবার ০২ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, বির্নিমানে উৎপাদনশীলতা” স্লোগানের মধ্যে দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। অংশগ্রহন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, শিক্ষাবিদ ও বিশিষ্ট সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম অহিদ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হযরত আলী প্রমুখ। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।