চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের চরভদ্রাসন থানা কম্পাউন্ডের সামনে প্রধান সড়কের পথচারীদের মাঝে বুধবার দুপুর ১২ টায় বীনামূল্যে মাস্ক বিতরন করেছেন অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম। স্হানীয় জনস্বাস্হ্য সুরক্ষা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ওমিক্রন ভাইরাস প্রতিরোধক প্রায় ২শ’ পথচারীর মাঝে মাস্ক বিতরন করেন তিনি। এসব মাস্ক বিতরনকালে অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন চরভদ্রাসন থানার এসআই তুহিন, এসআই জাহিদ হোসেন, এএসআই রেজাউল, স্হানীয় নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা ও খোকন মোল্যা প্রমূখ।
জানা যায়, বুধবার প্রতিজন পথচারীকে একটি করে প্রায় ২শ’ পথচারীর মাঝে মোট ২শ’ মাস্ক বীনামূল্যে বিতরন করেন ওসি। করোনার তৃতীয় ঢেউয়ে দেশে ওমিক্রন ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ার ফলে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে সম্প্রতী বিভিন্ন সভা-সেমিনার ও গনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। তারপরও স্হানীয়রা স্বাস্হ্য বিধি মেনে চলছেন না। তাই সর্বসাধারনের মাঝে মাস্ক ব্যাবহারের অভ্যাস গড়ে তোলা কার্যক্রমের অংশ হিসেবে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ ওই দিন ২শ’ পথচারীর মাঝে বীনামূল্যে মাস্ক বিতরন করেন।