শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস সিক্সার ও ব্লাক ডেবিল এর জয়লাভ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
273 বার দেখা হয়েছে
০
শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস সিক্সার ও ব্লাক ডেবিল এর জয়লাভ করেছে।
শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ সুফি ফুটবল টুনামেন্টে আজ শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে ফ্রেন্ডস সিক্সার ও ব্ল্যাক ডেভিল একাদশ। বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দিনের প্রথম খেলায় মোকাবেলা করে ফ্রেন্ড সিক্সার বনাম টিম সিক্সটিন। এই খেলায় ২-০ গোলে জয় লাভ করে ফ্রেন্ডস সিক্সার। বিজয়ী দলের পক্ষে একাই দুটি গোল করেন সৌরভ।
দিনের অপর খেলায় ব্লাক ডেবিল একাদশ ১-০ গোলে হারায় রাইজিং স্টার ক্লাব কে । বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ওসামা। আগামীকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।