সিক্সার ক্রিকেট টুর্নামেন্টে টেপাখোলা থান্ডার ক্লাব চ্যাম্পিয়ান
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
267 বার দেখা হয়েছে
০
সিক্সার ক্রিকেট টুর্নামেন্টে টেপাখোলা থান্ডার ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
শহরের ফরিদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সিক্সার ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টেপাখোলা থান্ডার। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে তারা প্রতিপক্ষ হিউম্যান রেস্পেক্ট দলকে ৭ রানে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ৬ ওভারের এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টেপাখোলা থান্ডার ক্লাব ১ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঈমন করেন ৫৭ রান, জবাবে হিউম্যান রেস্পেক্ট একাদশ ৭৬ রানে অলআউট হয়। দলের পক্ষে বাপ্পি করেন ৪৬ রান। টেপাখোলার রাসেল ২ উইকেট লাভ করেন। প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ইমন।
চ্যাম্পিয়ন দলকে ৫০০০ ও রানার রানার্সআপ দলকে ২০০০ টাকা প্রাইজমানি দেয়া হয়। মোট ২৪ টি দলকে নিয়ে নকআউট পর্বে খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিহাদ।