মধুখালীতে সড়ক দূর্ঘটনায় পিতা নিহত, ছেলে আহত।
ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পিতা নিহত ও পুত্র গুরুত্বর আহত হয়েছে।আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি বারাশিয়া সেতুর পঞ্চিমপাশের এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রনজিৎ কুমার দাস (৫০), পিতা সন্তোষ কুমার ও আহত ছেলের নাম মৃত্যুঞ্জয় কুমার দাস (২৮)। তাদের বাড়ী উপজেলার বাগাট ইউনিয়নের দাসপাড়া।
হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে সকাল আনুমানিক সাড়ে সাতটায় মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস (জ ১১-০১৩০) ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি বারাশিয়া সেতুর পঞ্চিমপাশের একটি নসিমনকে পিছন থেকে ধাক্কা দিলে নসিমনটি দুমড়েমুচড়ে নসিমনের দুই যাত্রী গুরুত্ব আহত হয়। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে মধুখালী
উপজেলা সদর হাসপাতালে নিলে আহত রনজিৎ কুমার দাস (৫০) কে ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে করিমপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শাহজালাল আলম বলেন গাড়ীটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছেন।