শাপলা মহিলা সংস্থার যৌথ উদ্দ্যোগে
দৌলতদিয়ায় যৌনকর্মী ও শিশুদের খাদ্য সহায়তা প্রদান
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে খাদ্য ও তাদের শিশুদের মাঝে শিশু খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার দুপুরে শাপলা মহিলা সংস্থার আয়োজনে দৌলতদিয়া রেল স্টেশন চত্তরে ৮৭০ জন যৌনকর্মী ও ৮০ জন শিশুর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় যৌনকর্মীদের মাঝে চাল, ডাল, আলু, লবন, ডিটারজেন্ট পাউডার, তেল, সাবান ও মাস্ক এবং শিশুদের মাঝে শিশু খাদ্য, চিনি, সুজি, গুড়োদুধ ও লেক্সাস বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, শাপলা মহিলা সংস্থার (এসএমএস) নির্বাহী পরিচালক চ্ঞ্চলা মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।