মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউট ফরিদপুর সদর উপজেলার ১২ তম ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে উক্ত ত্রি-বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবির , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরি।
অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ শাহজাহান সম্পাদক বাংলাদেশ স্কাউট ফরিদপুর সদর উপজেলা, সহ-সভাপতি বাংলাদেশী স্কাউট ফরিদপুর সদর উপজেলা এ কে এম ইউসুফ আলী মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল ও মোঃ নজরুল ইসলাম।
সভায় আগামী তিন বছরের জন্য উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীকে সভাপতি ও শাহ মুহাম্মদ শাহজাহান মোল্লা কে সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।