দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে বাংলাদেশ হিন্দু মহাজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
321 বার দেখা হয়েছে
০
দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে বাংলাদেশ হিন্দু মহাজোট ফরিদপুর জেলা শাখা মানববন্ধন করেছ।
বাংলাদেশ হিন্দু মহাজোট ফরিদপুর জেলা শাখা পবিত্র দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবীতে বাংলাদেশ হিন্দু মহাজোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে একা মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অভিলাষ সাহা আকাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি শিশির ভৌমিক, সহ-সভাপতি আকাশ রায়, অপু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক, নগরকান্দার আহ্বায়ক বিপ্লব শংকর, সদরপুরে যুগ্ম-আহ্বায়ক শ্যামল কুমার শীল প্রমূখ। সবাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সরকারি ছুটির দাবি জানানো হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দাবি জানানো হয়। একই সাথে হিন্দু সম্প্রদায় এর স্বার্থ আদায়ের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠনের দাবি জানানো হয়।