পৌর মেয়রকে সম্বর্ধনা জানালো সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর শিক্ষক পরিষদ
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি :-
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসকে ফুলেল শুভেচ্ছা জানালো সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর শিক্ষক পরিষদ।
আজ বেলা ১২ টায় ফরিদপুর পৌরসভায় মেয়র অমিতাভ বোসকে ফুলেল শুভেচ্ছা জানায় তারা।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও তানজিয়া ইসলাম এবং কোষাধ্যক্ষ ইয়াদ আলী মোল্লা।
তারা নবনিযুক্ত মেয়র এর দীর্ঘায়ু ও উন্নতি কামনা করেন এবং পৌরসভার কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।