• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
সালথায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে
কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে চলছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান।

অভিযানের সময় বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ হাসিব সরকার।

এসময় উপস্থিত ছিলেন সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান ও সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিকুজ্জামান। কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান তারা।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল সুমিনুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে সর্বদা পুলিশ মাঠে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারের কয়েকজন ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

২ জুলাই ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।