• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ভাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনের সাথে নারী শিক্ষার্থীদের সংলাপ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর স্থানীয় সরকার বিভাগ কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায়, ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলার নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

(১ ডিসেম্বর) বুধবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে, ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের কাজী মাহাবুব উল্লা হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্য রাখেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী আখতার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু প্রমূখ।

এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন আক্তার, নিলা আক্তার প্রমুখ।

উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের ৯ ম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়ে শিক্ষার্থীরা এই সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মেয়ে শিক্ষার্থীরা নারী নির্যাতন বিষয়ে নিয়ে সংলাপ এর মাধ্যমে উপস্থাপন করেন যেমন-ইভটিজিং, বাল্য বিবাহ, যৌন হয়রানী, ধর্ষণ ইত্যাদি বিষয়ে এবং করণীয় সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন।

এসময় নারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে সংলাপে উঠে আসে মহিলা পুলিশ দ্বারা তদন্ত করা, নারী চিকিৎসক দ্বারা ধর্ষীতার ডাক্তারী পরীক্ষা করা, মহিলা পুলিশ দ্বারা মামলার এজাহার লিখা, আদালতের নারীদের বিভিন্ন মামলাসমূহ মহিলা আইনজীবী দ্বারা এবং নারী বিচারক দ্বারা বিচারকার্য পরিচালনার জন্য জোর দাবী জানান।
নারী নির্যাতন বিষয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অভিযুক্তদের সাজার ব্যবস্থা করতে হবে নারী শিক্ষার্থীরা জানান।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের উপর অতিথিগণ আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।