• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
করোনা প্রতিরোধ করবে নাকের স্প্রে  

ছবি প্রতিকী

নাকের স্প্রে ব্যবহার করে করোনা প্রতিরোধ করা যায় কিনা জানতে গবেষণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও বায়োটেক প্রতিষ্ঠান রিজিনিরনের গবেষকরা। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

একটি দুর্বল ভাইরাস ব্যবহার করে নাক ও গলার মধ্য দিয়ে দেহকোষে জিনগত নির্দেশনা পাঠানোর পরিকল্পনা করছেন গবেষকরা। এটি পরবর্তীতে শক্তিশালী অ্যান্টিবডিতে রূপান্তরিত হয়ে দেহে থাকা সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে।

গবেষণা দলের প্রধান পেনসিলভানিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেমস উইলসন বলেন, ‘আমাদের এই প্রস্তাবনার সুবিধা হচ্ছে, এটি কার্যকর হতে দেহে উপযুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োজন হবে না।’

তিনি জানান, প্রাণির ওপর এই প্রযুক্তির ব্যবহার চলছে এবং এটি সফল হলে মানুষ একটি মাত্র ডোজ ব্যবহার করে অন্তত ছয় মাসের জন্য সুরক্ষা পাবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।