ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ডিস্ট্রিবিউটর ও রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) শহরের গোয়ালচামটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ফরিদপুরের প্রায় দুই শতাধিক এলপি গ্যাস ডিস্ট্রবিউটর ও রিটেইলার অংশ নেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ফরিদপুর এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আতিক খানের সভাপতিত্বে এসময় সাধারণ সম্পাদক এসএম মোস্তাক আহমেদ, সহ-সভাপতি বিল্লাল মোল্লা, সোহেল পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক শরীফ শাহিন।
সভায় বক্তাগণ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস পৌছে দিতে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, কোম্পানি থেকে দাম বাড়ানোর ফলে ক্রেতাদের নিকট সরকার নির্ধারিত মূল্যে তারা এলপি গ্যাস সিলিন্ডার পৌছে দিতে পারেন না। এনিয়ে ভুল বুঝাবুঝি রয়েছে। তবে আমরা ভোক্তাদের নিকট থেকে কখনো অন্যায্য মূল্য আদায় করিনা।