চরভদ্রাসনে মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও স্থানীয় হাজী নজুমোল্যার ডাঙ্গী স:প্রা:বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম মাষ্টার(৭৬) মারা গেছেন।
২৯সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৭:১৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র উপস্থিতিতে বুধবার বেলা ১১টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা শেষে স্থানীয় হাজীডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হলে গত ১৯ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। প্রায় দেড় মাস অসুস্থ থাকার পর গতকাল তিনি মারা যান।