ফরিদপুর কৈজুরী ইউনিয়নের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা
গত ৩১/০৫/২০২০ইং রবিবার ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বিকেল ৩.৩০ টায় এ বাজেট ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ।
এ বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মাজেদ ও কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির সিদ্দিকুর রহমান, কৈজুরী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ হান্নান খান।
এছাড়াও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ কৈজুরী ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।