নিরঞ্জন মিত্র(নিরু)(ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল সঠিক ও সময়মত বন্টনের লক্ষ নিয়ে ফরিদপুর সদর উপজেলার ৮নং কৃষ্ণনগর ইউনিয়নে কার্ডধারী ও সাধারন জনগনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ মার্চ) বুধবার বিকালে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদরদী বাজার সংলগ্ন পড়ান মোল্লার মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদরদী বাজার বনিক সমিতির সভাপতি আঃ রাজ্জাক মোল্লার সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহিদ মোল্লার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আঃ গফফার হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য আকলিমা বেগম, ইউপি সদস্য নান্নু মোল্লা, কাউছার মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ -সভাপতি ইছাদুল মোল্লা, ছাত্র লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, ইউনিয়ন হিন্দু বৌদ্ব খিষ্ট্যান ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব বোস, প্রমুখ।
সভায় সরকারি নিয়মানুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল সঠিক ও সময়মত বন্টন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি নি¤œ আয়ের জনগনের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরন করে আসছে। এরই ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রনালয় এর অধিন ইউনিয়নের সদরদী হাট কেন্দ্রের ডিলার মেসার্স জাহিদ স্টোর এর মাধ্যমে প্রতি কার্ডধারী দের ৩০ কেজি করে চাল ১০ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে। তবে এসব কার্ডধারীগণ যাতে প্রতারণা বা হয়রানীর শিকার না হয়, তার জন্য বিভিন্ন পদক্ষেপ বিষয়ে সভায় আলোচনা করেন বক্তারা। এ সময় ইউনিয়নের ৫৩৮ জন কার্ডধারী ব্যাক্তিদ্বয়সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।