• ঢাকা
  • রবিবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং
মাধবপুরে সিমনাছড়ার উপর নির্মিত বিকল্প সড়ক ভেসে গেল পাহাড়ি ঢলে 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া উপর নতুন ব্রীজের নির্মাণ কাজের জন্য পুরনো ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়েছে।যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে পুরনো ব্রিজের পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিকল্প সড়কে পানি নিষ্কাশনের জন্য দুটি পাইপ দেওয়া হয় যা পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট নয়। ফলে শুক্রবার (১ মে) রাত থেকে শনিবার (২ মে) সকাল পর্যন্ত হওয়া প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে বিকল্প সড়কটি সম্পুর্ন নষ্ট হয় যায়। ফলে মাধবপুর উপজেলার দক্ষিণ অনঞ্চলের যোগাযোগের নোয়াহাটি মনতলা সড়কটি সম্পুর্ন বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য যে, এই সড়ক দিয়ে প্রতিদিন ধর্মঘর, চৌমুহনী, বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এই ভোগান্তির জন্য এলাকাবাসী সিমনাছড়া ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে তাই এলাকার সচেতনমহল পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে একটি সংযোগ সড়ক পুনরায় নির্মাণ করে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করার জন্য উর্ধতনমহলের সুদৃষ্টি কামনা করছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।