মনির মোল্যা,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ফায়ার সার্ভিস কর্মী করোনা ভাইরাসে আক্রন্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ জনের নমুনায় পজেটিভ আসে বাকীদের সবারই নেগেটিভ এসেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত হলো ৭ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। জানা গেছে, গতকাল সোমবার আক্রান্ত ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যান, সেখানে তার নমুনা পরীক্ষা করা হয়।
পরে আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত তথ্যে ভিত্তিতে তার শরীরে করোনা ভাইরাস রয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইফতেখার আজাদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে ওই ফায়ার সার্ভিস কর্মীর নমুনায় পজেটিভ আসে,বাকীদের সবার নমুনায় নেগেটিভ এসেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তিকে ফায়ার সার্ভিস ভবনের তৃতীয় তলায় আইসোলিশনে রাখা হয়েছে। তার প্রয়োজনীও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আর বাকী স্টাফদের ব্যাপারে তিনি বলেন, ফায়ার সার্ভিস বিভাগের উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে,তারা তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন।
০২ জুন ২০২০