• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ময়মনসিংহে চাঁদাবাজির অভিযোগে ৪ পুলিশ সদস্য বরখাস্ত

ছবি-প্রতিকী

ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার (২ মে) দুপুরে তাদেরকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান।

যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন, কোতোয়ালী মডেল থানার এএসআই রেজাউল করিম ও শাহ কামাল, কনস্টেবল কাউসার ও উজ্জ্বল।

তিনি জানান, কোতোয়ালী মডেল থানার দুই এএসআই ও দুই কনস্টেবলের বিরুদ্ধে নগরীর পাট গুদাম ব্রিজ এলাকায় ট্রাক, পিকআপসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ছিল। পরে তাদের পুলিশ লাইনসে ক্লোজ করা হয়। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সুপার বলেছেন, ‘পুলিশে চাকরি করলে সততার সাথে মানুষের কল্যাণে কাজ করতে হবে। পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হতে দেব না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।