ফরিদপুরের বোয়ালমারীর দাদপুরে বুধবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামীলীগ নেতাসহ ৩ জন আহত হয়েছেন। মারাত্মক আহত দুই জনকে বোয়ালমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও পাট ব্যবসায়ী চিতারবাজার গ্রামের এম এ মাজেদ মুন্সীর বাড়িতে বুধবার রাত দুইটার দিকে এই ডাকাতি সংঘটিত হয়। ৫/৬ জনের একটি ডাকাত দল মাজেদ মূন্সীর ১ তলা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা এম এ মাজেদ মুন্সীসহ বাড়ির সবাইকে বেধে ফেলে। এ সময় ডাকাতদল মাজেদ মুন্সী, তার স্ত্রী আফরোজা বেগম ও ছেলে আশিক আহমেদকে কুপিয়ে আহত করে ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ২ লক্ষ টাকা, দুটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল লুট করে নিয়ে যায়। মারাত্মক আহত মাজেদ মুন্সী ও তার স্ত্রী আফরোজা বেগমকে বোয়ালমারী উপজলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ফরিদপুর পুলিশ সুপার মো, আলীমুজ্জামান, সহকারী পুলিশ সুপার ( মধুখালী সার্কেল ) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ না পাওয়ায় কোন মামলা হয়নি তবে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।