হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
করোনাকালীন সময়ে অনান্য অবদান রাখায় করোনাকালীন যোদ্ধা ও মানবদরদী হিসেবে স্বীকৃতি পেলেন উপ-পরিদর্শক (এস,আই) আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ফরিদপুর পুলিশ অফিসে রিজার্ভ অফিসার-১ হিসেবে কর্মরত আছেন।
করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে করোনায় মৃত্যু হওয়া লাশের দাফন, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা, করোনা আক্রান্তদের এ্যাম্বুলেন্স সহায়তা, অক্সিজেন সহায়তা ও হাসপাতালে নেওয়াসহ অনেক অবদান রয়েছে এই পুলিশ কর্মকর্তার।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে আনোয়ার হোসেন স্বীকৃতি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের বিনোদন নাট্যদল করোনাকালীন যোদ্ধা, মানবদরদী ও অনুকরণীয় ব্যক্তি হিসেবে এ স্বীকৃতি প্রদান করেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মানুষ মানুষের জন্য। তাইতো, মানুষকে ভালোবেসে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জানিনা, মানুষের কতটুকু কাজে আসতে পেরেছি।
ফরিদপুর জেলা পুলিশের একাধিক সিনিয়র কর্মকর্তা বলেন, আনোয়ার খুব ভালো ছেলে। সে মানুষের বিপদ-আপদে পাশে থাকাটা যেন একটা নেশায় পরিণত হয়েছে। আমরা তার জন্য গর্ব অনুভব করি।