কবীর হোসেন,আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে খালাস পাওয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গায় আনন্দ মিছিল ও সভা করেছেন উপজেলা বিএনপি নেতারা।
সোমবার (২ ডিসেম্বর ২০২৪) সন্ধায় উপজেলা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়।মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা পৌর বাজার চৌরাস্তায় সমবেত হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন,উপজেলা বিএনপি সদস্য সচিব নূর জামাল খসরু,যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মোল্লা প্রমূখসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, আওয়ামী দুশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিলো না। বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ খুন গুমের ঘটনা ঘটানো হয়েছে। দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠা পাওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে।
কবীর হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
২ ডিসেম্বর ২০২৪