মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ। এসময় দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বিদালয়ের শিক্ষার্থীরা। পরে অতিথীরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অত্র বিদ্যালয়ের সভাপতি (উপ সচিব) পরিচালক (এস্টেট ও ভুমি-১) রাজধানী উন্নয়ন কতৃপক্ষ মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, এলিভেট গ্রুপের পরিচালক ইমরান তালুকদার, সমাজ সেবক ঈব্রাহিম মৃধা, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশারফ তালুকদার,
জেলা যুবলীগের যুগ্ন-আহব্বায়ক শামিম তালুকদার, আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, হিমেল হোসেন, যুবলীগ নেতা টুটুল বিশ্বাস, কাওছার আকন্দ, সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ, মামুন মিয়া, সায়েম হোসেন টিটোন, সংবাদিক আবু নাসের হুসাইন, নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।
২ এপ্রিল ২০২২