• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

কবীর হোসেন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় দিকে
দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে সমবেত হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।

তিনি বলেন, সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তাই আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য- ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।”

উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল হকের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজওয়ান আহমেদ ও কলমিলতা সমবায় সমিতির সদস্য মনিরুল ইসলাম প্রমুখসহ অনেকে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠতম সমবায়ী হিসেবে রেজওয়ান আহমেদ, শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এবং এবি নাবিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন।

এসময় বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।