ডা. আব্দুল্লাহর স্ত্রীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক
ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ইন্তেকাল করেন মাহমুদা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মাহমুদা বেগম তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।