• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
শেখ হাসিনার লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক

আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা যায়, ওই ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক চৌধুরী৷ তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি আজ ০২ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জয়বাংলা বাজারে বিভিন্ন দোকানে ও বাজারে আসা লোকজনের মাঝে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাজার থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশ। আটক করার পর তার কাছ থেকে পাওয়া বেশ কিছু লিফলেট জব্দ করা হয়েছে। বর্তমানে তিনি সদরপুর থানা হেফাজতে আছে।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জনকণ্ঠ কে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ধৃত আসামীর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।