• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা

জামালপুরের বকশীগঞ্জে কৃষকের পাকা ধান কেটে দিয়েছে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

বকশীগঞ্জ পৌর এলাকার পাখি মারা এলাকায় শনিবার বেলা ১১ টায় কৃষক আল আমিন মিয়ার জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতা কর্মীরা।
উপজেলা কৃষক লীগের সাথে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তারা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ কৃষকের ধান কাটার উদ্যোগ নেন। সে মোতাবেক উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ রোববার বেলা ১১ টায় পৌর এলাকার কৃষক আল আমিনের ধান কেটে দেন।
ধান কাটা কর্মসূচিতে যারা অংশ তারা হলেন জামালপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, উপজেলা কৃষক লীগের আহবায়ক আবদুল মান্নান, যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী, পৌর কৃষক লীগের সভাপতি আতাউর রহমান , বাট্টাজোড় ইউনিয়ন কৃষক লীগের নেতা মোতালেব মিয়া, সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের নেতা দুলু মিয়া।
কৃষক লীগের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষনা করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এই কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তারা আরো জানান এইবার বোরো মৌসুমে বাম্পার ফলন হবে বলে আশাবাদী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।