• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
নতুন বছরের প্রথম দিনেই ৩ লাখ ৭১ হাজারের বেশি শিশুর জন্ম সারাবিশ্বে

ছবি প্রতিকী

বছরের প্রথম দিনে সারা বিশ্বে ৩ লাখ ৭১ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।  সংস্থাটি জানিয়েছে, ২০২১ নাগাদ বিশ্বজুড়ে জন্মগ্রহন করতে পারে ১৪০ মিলিয়ন শিশু সন্তান।

শুক্রবার (১ জানুয়ারি) জন্ম নেওয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে বলে জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে।
প্রতিবছরের মতো ২০২১ সালেও বিশ্বের প্রথম নবজাতক প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেছে এবং প্রথম দিনের হিসেবে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে শেষ শিশুটি।

ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক জন্মগ্রহণ করেছে ভারতে। চীনে ৩৫ হাজার ৬১৫ জন, নাইজেরিয়া ২১ হাজার ৪৩৯ জন, পাকিস্তান ১৪ হাজার ১৬১ জন, ইন্দোনেশিয়া ১২ ৩৩৬ জন, ইথিওপিয়া ১২ হাজার ৬ জন, যুক্তরাষ্ট্র ১০ হাজার ৩১২ জন, মিশর ৯ হাজার ৪৫৫ জন, বাংলাদেশ ৯ হাজার ২৩৬ জন ও কঙ্গো প্রজাতন্ত্রে ৮ হাজার ৬৪০ জন জন্মগ্রহণ করেছে।
ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতে কোভিড-১৯ ভ্যাকসিনের ‘মার্কেট ড্যাশবোর্ড’ চালু করল ইউনিসেফ। এদিকে চলতি বছরই ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছে ইউনিসেফ।
ইউনিসেফের প্রধান বলেন, আজ জন্মগ্রহণ করা শিশুরা বিশ্বের উত্তরাধিকারী হবে যা আমরা আজ তাদের জন্য গড়ে তুলতে শুরু করেছি।
সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ২০২১ থেকেই আমরা শিশুদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যকর একটি বিশ্ব গড়ে তোলার কাজ শুরু করি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।