• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের বেতন-বৈষম্য নিরসনে মানববন্ধন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের বেতন ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।

প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনে আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদের সামনে রাস্তায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় তাঁরা ভিন্ন ভিন্ন প্লেকাড, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে সরকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড করার এক দফা দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে শিক্ষকেরা ‘শিক্ষক যদি জাতি গড়ার কারিগর হয়, যথাযথ মর্যাদা কেন নয়।’ ‘এক দফা এক দাবি ১০ম গ্রেড ও নবম গ্রেড সরকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের পদোন্নতি।’ ‘আমাকে অর্থনৈতিক মুক্তি ও মর্যাদা দাও আমি সমৃদ্ধ জাতি গড়ে দেব।’ ‘নতুন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’। ‘বৈষম্যে নিপাত যাক প্রাথমিক শিক্ষা মুক্তি পাক।’ ‘মাথায় নিয়ে ঋণের বোঝা, পাঠদান করা কি এত সোজা’-এমন নানা স্লোগান দেন তারা।

বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসের উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন,প্রধান শিক্ষকদের মধ্যে জেসমিন আরা সুলতানা, আলমগীর হোসেন, আজিজুর রহমান, ইসরাফিল সরদার,সহকারী শিক্ষকদের মধ্যে শিক্ষকদের মধ্যে জাহাঙ্গীর আলম, শামীমা নাসরিন সাবিনা ইয়াসমিন, জসিম উদ্দিন প্রমূখসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের ক্ষেত্রে এমন বৈষম্য কেন? তাঁরা বর্তমান সরকারের আমলে বৈষম্য দুরীকরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডে পদোন্নতিসহ বেতন দেয়ার দাবী জানান।বক্তারা আরও বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।

কবিরহোসেন
তাং ৩ অক্টোবর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।