ফরিদপুর, ৩ মে মঙ্গলবার ২০২২ইং
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৭ টা ৪০ মিনিটে শহরের জেলা পরিষদ ঈদগা চানমারি মাঠে এই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এখানে ইমামতি করেন চকবাজার জামে মসজিদের পেস ঈমাম মুফতি মোঃ ইমামুল হাসান।
নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালি,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক, বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম। এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।